• মে ৯, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

রাজারহাট উপজেলা ভুমি অফিসে রহস্যজনক চুরি

জানু ১৮, ২০২৩

রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ভুমি অফিসে এক অদ্ভুত চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে বুধবার দুপুরে কুড়িগ্রাম এডিসি (রাজস্ব) উত্তম কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিনে জানা যায়, বুধবার ভোর রাতে রাজারহাট উপজেলা ভুমি অফিসের দক্ষিণ-পশ্চিম পাশের্^র বাউন্ডারি দেয়ালের কাঁটা তার কেটে চোরের দলটি অফিস চত্বরে ঢোকে। প্রথমে তারা স্টাফ রুমের জানালার গ্রিল কেটে অফিসের ভেতর প্রবেশ করে। পর্যায়ক্রমে চোরের দলটি কর্মকর্তার রুম, নাজিরের রুম, সার্ভেয়ারের রুম, কম্পিউটার অপারেটর ও রেকর্ড রুমের আলমারি ও দরজার হেজবল ভেঙ্গে সব ধরনের কাগজপত্রাদি তছনছ করে। এ সময় রুমে থাকা ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টারসহ অন্যান্য আসবাবপত্র সবকিছুই সুরক্ষিত আছে বলে জানা গেছে। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি ভুমি কমিশনার (অতি: দায়িত্বে) নূরে তাসনিম বলেন, এ এক রহস্যজনক চুরির ঘটনা। বুধবার রাতে নাইট গার্ড নাজমুল হক নাঈম বাসায় তার বাচ্চার অসুস্থতার খবর পেয়ে রাত ৩টার দিকে বাসায় চলে যায়। সকাল ৮টার দিকে নাইটগার্ড নাঈম অফিসের তালা খুলতে এসে জানালার গ্রিল ভাঙ্গা দেখতে পেয়ে আমাকে খবর দেয়। সঙ্গে সঙ্গে আমি রাজারহাট থানাকে বিষয়টি অবহিত করি। এরপর অফিসের অন্যান্য স্টাফদের নিয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই সবকিছু তছনছ করে ফেলে গেছে চোরের দলটি। বিকেল ৩টা পর্যন্ত অফিস স্টাফরাসহ সকল ফাইলপত্রাদি ও আসবাবপত্র মিলে মিলে দেখে মনে হয়েছে, এখন পর্যন্ত সবকিছু সুরক্ষিত রয়েছে। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।