• শুক্র. মে ৯, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাণ্ডারিয়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ

সেপ্টে ১৩, ২০২০

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে এক কর্মীসমাবেশ গতকাল রোববার দুপুরে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এমএ হাকিম হাওলাদার। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে বক্তৃতা করেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামলীগ সহ সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দারকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করাসহ উপজেলার সবকটি ইউনিয়নে চেয়ারম্যান মেম্বর, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেয়ার ঘোষনা করা হয়।