• শুক্র. মে ৯, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কুড়িগ্রামে নগদ অর্থ সহায়তা প্রদান

আগ ৩১, ২০২২

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার শহরের দাদা মোড়স্থ রেড ক্রিসেন্ট ইউনিট চত্বরে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়নের ৩শ পরিবারের মাঝে ৪হাজার ৫শত টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী এটিএম আকতার হোসেন চিনু, ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও ডেলিগেট অলক সরকার, ইউনিট লেভেল অফিসার এবিএম বায়েজীদ, ডিআর ডিপার্টমেন্টের কর্মকর্তা মফিজুর রহমান নয়ন প্রমূখ।