• রবি. মে ১১, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে শর্ট সার্কিটে পুড়ল দুই ব্যবসায়ীর স্বপ্ন

এপ্রি ৪, ২০২২

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম শহরের মুল বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে দুটি পাইকারী দোকানের প্রায় ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। ব্যবসায়ীদের দাবী ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। রবিবার রাত ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দেরীতে খবর পেয়ে সোমবার (৪এপ্রিল) ভোররাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে কসমেটিকস ব্যবসায়ী ফরিদুল ইসলামের নুরু স্টোর ও ইলেকট্রনিক ব্যবসায়ী মানিক মিয়ার অন্তরা ইলেকট্রনিকের দুটি গোডাউনসহ ৩টি ঘরে রক্ষিত মালামাল সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়। এতে তাদের প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে দাবী করা হলেও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী সাজ্জাদ প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরো জানান, তাৎক্ষণিক খবর না পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ফলে পাশর্^বর্তী দোকানগুলো রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।