• এপ্রিল ২৬, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ

পণ্ডিত বই মেলায় সংবর্ধিত হলেন মানবজমিনের প্রতিনিধি সোহেল

এপ্রি ৪, ২০২২

চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
চিলমারীতে অনুষ্ঠিত হলো তিনদিন ব্যাপি পণ্ডিত বই মেলা। চিলমারীকে ঘিরে সচিত্র প্রতিবেদন হামার চিলমারী প্রকাশ করায় মানবজমিন চিলমারী প্রতিনিধি সাংবাদিক সাওরাত হোসেন কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন পণ্ডিত বই মেলার কর্তৃপক্ষ। মেলাটি ৩১ মার্চ উদ্বোধন করেন কবি, অনুবাদক, সম্পাদক, বহুশাস্ত্রজ্ঞ পন্ডিত ও শিক্ষক সলিমুল্লাহ খান। এই নিয়ে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হলো মেলাটি। মেলা উপলক্ষে মোড়ক উন্মোচন ও লেখকদের কথা, সম্মাননা প্রদান, কুইজ, চিত্রাঙ্কন, অলিম্পিয়াড, বির্তক প্রতিযোগীতা আলোচনা সভা ও পুরুস্কার বিতরন করা। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক পদক প্রদান, প্রবীণ সম্মাননা, ক্রেস্ট প্রদান করা হয়। এবং মেলা উপলক্ষে সন্ধায় স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীত সন্ধা অনুষ্ঠিত হয়। মেলায় প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। ২য় দিনে প্রধান অতিথি হিসাবে ছিলেন কৃতি শিল্পপতি মতিয়ার রহমান ও ৩য় দিনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে যোগদেন সাবেক সংসদ সদস্য লেখক বীর মুক্তিযোদ্ধা গোলাম হাবিব। বিশেষ অতিথি প্রকৌশলী সুপারিন্টেন্ডেন্ট তিস্তা ব্যারেজ রংপুর আবু তাহের। এছাড়াও অতিথি হিসাবে কৃতি ও গুণি মানুষরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন পর্ষদ কমিটির আহব্বায়ক নাহিদ হাসান নলেজ। বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক পদক এ বছর পেয়েছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের শরীয়তুল্যাহ ভূঁইয়া (মাস্টার) ও ভাওয়াইয়া যুবরাজ বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন। এবং প্রয়াত প্রধান শিক্ষক জয়নুল আবেদীনকে মরণোত্তর, জয়নাল আবেদীন লাল ও দেলোয়ার হোসেন কে প্রবীণ সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়া সমাজে বিশেষ অবদানের জন্য সহৃদ ও মেধাবী কল্যাণ সংস্থাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।