• শুক্র. মে ৯, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

মেয়রের বাসা থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

অক্টো ২৭, ২০২০
প্রতিকী ছবি

উলিপুর প্রতিনিধি:
উলিপুর পৌর মেয়রের বাসা থেকে আলামিন মিয়া (১৯) নামে এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর শহরের জোদ্দারপাড়াস্থ মেয়রের বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, পাশর্^বর্তি চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়া পাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র আলামিন মিয়া গত ৭ মাস ধরে পৌর মেয়র তারিক আবুল আলার বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। আলামিন গত সোমবার সন্ধ্যায় কাচারী পুকুরে প্রতিমা বিসর্জন দেখার পর বাসায় ফেরেন। এরপর খাওয়া দাওয়া শেষে তিনি নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে আলামিনকে ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ না পেয়ে অন্যান্য লোকজন ঘরের ছিদ্র দিয়ে আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেন।
পৌর মেয়র তারিক আবুল আলা বলেন, বিষয়টি আমি সকালে শুনেছি। তবে সে কেন এমন করল সেটা বুঝতে পারলাম না।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।