• মে ৮, ২০২৪ ৩:৩০ পূর্বাহ্ণ

ফুলবাড়ীতে বিধবার ছবি পাল্টিয়ে চাউল আত্মসাতের অভিযোগ

অক্টো ২২, ২০২০

রবিউল ইসলাম বেলাল, ফুলবাড়ী:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছবি পাল্টিয়ে এক বিধবা নারীর খাদ্য বান্ধব কর্মসুচীর ১০ টাকা কেজির রেশন কার্ডের চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি মেম্বার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় চাউল বঞ্চিত ওই নারী উপজেলা নির্বাহী অফিসারে বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানাগেছে, খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় ১০ টাকা কেজির চাউলের রেশন কার্ডভুক্ত হন উপজেলার কাশিপুর ইউনিয়নের ৩নং অনন্তপুর ওয়ার্ডের মৃত আজাহার আলীর মেয়ে বিধবা নারী মোছা. হাজরা বেগম (৫৭)। যাহার কার্ড নং-(৪২৬) এবং জাতীয় পরিচয় নং-(১৫১৮)। কিন্তু ইউপি সদস্য আবুল হোসেন ওই নারীকে কার্ড না দিয়ে তার ছবির জায়গায় (স্থলে) জনৈক ছকিনার ছবি সংযুক্ত করে সমুদয় চাউল আত্মসাৎ করে আসছেন। কার্ডের জন্য হাজরা বেগম ইউপি সদস্যের বাড়ীতে একাধিক বার গেলেও তার নামে কার্ড হয়নি বলে জানানো হয়। পরে বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা এবং কার্ড ফেরত চেয়ে অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে ইউপি সদস্য আবুল হোসেন জানান, হাজরার চাউল আমি আত্মসাৎ করি নাই। হাজরার চাউল তুলে ছকিনাকে দেয়া হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।