• মে ৬, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার প্রথম গণ-পাঠাগার “অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র” এর ভিত্তি স্থাপন

অক্টো ১৯, ২০২০

 ঠাকুরগাঁও  প্রতিনিধি:

 জ্ঞানের উৎকর্ষ সাধনে পথ পাঠাগার প্রতিনিয়ত কাজ করছে। মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে পাঠাগারে বই পড়ার বিকল্প নেই। কিন্তু পরিতাপের বিষয় হরিপুর উপজেলায় আজ পর্যন্ত কোনো গন-পাঠাগার প্রতিষ্ঠিত হয়নি। সেই চেতনার জায়গা থেকে হরিপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অক্সিজেন” জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র নামে গণ-পাঠাগার করার উদ্দ্যোগ নিয়েছে৷

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল করিম,হরিপুর উপজেলা চেয়ারম্যান- জনাব জিয়াউল হাসান মুকুল,তোররা হাফিজিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জমসেদ আলী,তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান,পাঠাগারের জমিদাতা মোঃ ইউসুফ আলী,অক্সিজেন সভাপতি মোঃ মোজাহেদুর ইসলাম ইমন,অর্থ সম্পাদক মোঃ জুলফিকার আলী জিহাদ সহ অক্সিজেনের সদস্যবৃন্দ।