• মে ৮, ২০২৪ ৫:৫৭ পূর্বাহ্ণ

আজিজুল ইসলামকে বাচাঁতে এগিয়ে আসুন

অক্টো ৬, ২০২০

স্টাফ রিপোর্টার: অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন দরিদ্র রাজমিস্ত্রি আজিজুল ইসলাম। কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের চর সারডোব গ্রামের জয়নাল আলীর ছেলে আজিজুল ইসলাম (৪৫) টাঙ্গাইলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে কিছুদিন আগে হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে কুড়িগ্রাম পপুলার হাসপাতালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম এ বাছেদ তার প্রথম অপারেশন করে মল দ্বার কেটে পেটে স্থাপন করেন। গ্রামবাসীদের সহায়তায় তিনি চিকিৎসার প্রাথমিক ব্যয়ভাব বহন করেন। চিকিৎসক ছয় মাস পর মলদ্বার প্রতিস্থাপনে আরেকটি অপারেশনের পরামর্শ দিলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছেনা। ভূমিহীন আজিজুল জাহাঙ্গীর আলমের জমিতে বসবাস করে আসছেন। তাই এই পরিমাণ অর্থ সংগ্রহ করা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাতে পারেন মোবাইল বিকাশ নাম্বার-০১৭৭৪০৭০৭৮৬ -এ।