• এপ্রিল ২০, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ

পচা পেঁয়াজের ট্রাক ফিরিয়ে নিল ভারত

সেপ্টে ২১, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের মাহদীপুরে আটকে থাকা পচা পেঁয়াজের ট্রাক ফিরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আবারও পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। কবে নাগাদ আবার আসা চালু হবে সেটা অনিশ্চিত বলে জানিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে ওপারে আটকে থাকা পেঁয়াজের ট্রাক আর নিতে রাজিও নন ব্যবসায়ীরা। কারণ হিসেবে তারা দেখছেন দীর্ঘদিন ওপারে ট্রাকে আটকে থাকা পেঁয়াজ পচে গেছে। যেটা আনলে লোকসান গুণতে হতে পারে।

শনিবার ৮টি ট্রাকে ২১৩ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করলেও রোববার কোনো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। উল্টো আটকে থাকা পেঁয়াজের অধিকাংশ ট্রাকই ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। বর্তমানে আটকে থাকা শতাধিক ট্রাক বাংলাদেশে প্রবেশ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে আমদানি করা পেঁয়াজের এক তৃতীয়াংশ নষ্ট হয়ে যাওয়ায় আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে জেলার বিভিন্ন বাজারগুলোয় কেজি প্রতি পেঁয়াজের দাম ১০ টাকা করে কমেছে বলে জানা গেছে।