• শুক্র. মে ৯, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

মাফিয়ার সঙ্গে নায়িকার প্রেম!

সেপ্টে ২১, ২০২০

চিত্রনায়িকা রাহা তানহা খান। চলচ্চিত্রের পাশাপাশি তিনি ওয়েব সিরিজে কাজ করছেন। শহরের এক মাফিয়া ডনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই নায়িকা। এই প্রেম নিয়ে তৈরি হয় তুলকালাম কা-! এর পরে গল্প মোড় নেয় অন্যদিকে। তবে এটি বাস্তবের কোনো ঘটনা নয়। এমন গল্প দেখা যাবে ‘মাফিয়া’ শিরোনামের ওয়েব সিরিজে। বিগ বাজেটের এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন অসংখ্য হিট সিনেমার পরিচালক শাহীন সুমন। এ প্রসঙ্গে রাহা তানহা খান  বলেন, ‘মাফিয়া নামক ওয়েব সিরিজে আমি একজন নায়িকার চরিত্রে অভিনয় করবো। এতে আমার বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ভাই। তিনি এতে একজন মাফিয়া ডন চরিত্রে অভিনয় করছেন। ঘটনাক্রমে তার সঙ্গে আমার প্রেম হয়। এ নিয়ে তুলকালাম কা- তৈরি হয়। এভাবেই এর গল্প এগিয়ে যায়। গল্পটি অসাধারণ। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ ‘মাফিয়া’ ওয়েব সিরিজের দৃশ্যধারণ ইতোমধ্যে শুরু করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে এই ওয়েব সিরিজটির শুটিংয়ে অংশ নিবেন রাহা তানহা খান। এতে একটানা ১০ দিনের শুটিং করবেন বলে জানান রাহা তানহা খান।শাহীন সুমনের নিজের গল্পে ‘মাফিয়াÑলেটস প্লে’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ওয়েব সিরিজ ছাড়াও অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে ‘ওস্তাদ’ নামের সিনেমায় জুটি বেধেছেন রাহা। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমার শুটিং প্রায় শেষে পথে।