নেপালের রাজধানী কাঠমান্ডুসহ আশপাশের এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১৯ মিনিটে অনুভূত এ ভূমিকম্পটি ৬ মাত্রার ছিল এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে দেশটির সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে।
ভূমিকম্পটির উপকেন্দ্র কাঠমান্ডুর পার্শ্ববর্তী সিন্ধুপালচক জেলার রামছি এলাকার আশপাশে বলে এনএসসি জানিয়েছে। এলাকাটি কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে চীনের তিব্বত সীমান্তের কাছে।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে হিসাব করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ জানিয়েছে, ভূমিকম্প হওয়ার পর থেকে তারা কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পায়নি।