• শনি. মে ১০, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, পরে মিলল লাশ

সেপ্টে ১৫, ২০২০
প্রতিকী ছবি

গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের একটি পুকুর থেকে সোমবার সন্ধ্যায় পুলিশ দিদার ফকির নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

১৬ বছর বয়সী দিদার ওই গ্রামের নাসির ফকিরের ছেলে।

মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার বলেন, রোববার সন্ধ্যায় মাছ ধরতে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় দিদার। পরদিন বিকালে গ্রামের মনির হাফিজের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ‍পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।