নিজস্ব প্রতিবেদক:
নবপ্রভাত ফাউন্ডেশন এর বাস্তবায়নাধীন “অল টুগেদার নাউ” প্রকল্পের অ্যালাই সাপোর্ট গ্রুপের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইন্টিন এর সহযোগিতায় প্রকল্পের সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান গ্রুপ (অ্যালাই সাপোর্ট গ্রুপ) নিয়ে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রংপুরে নবপ্রভাত ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত অল টুগেদার নাউ প্রকল্পের অ্যালাই সাপোর্ট গ্রুপের মাসিক আলোচনা সভায় সরকারি-বেসরকারি অফিস প্রধান, ব্যবসায়ী, সমাজকর্মী, সংগঠক, আইনজীবী, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শিক্ষার্থী, যুব সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অল টুগেদার নাউ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ রানার সঞ্চালনায় নবপ্রভাত ফাউন্ডেশনের সভাপতি ইয়াছিন আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রংপুর জজ কোর্টের আইনজীবী প্রিয়াংকা রহমান, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা শরিফা, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার জহির রায়হান জুয়েল, দৈনিক অবজার্ভার এর রংপুর জেলা প্রতিনিধি লাবণী ইয়াসমিন, সংস্কৃতিকর্মী সফুরা খাতুন, হিজড়া অধিকারকর্মী শহীদ হোসেন শ্রাবণ, প্রকল্প সমন্বয়কারী কে.এম.রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।
এ সময় বক্তারা সমাজের নানান দৃষ্টিভঙ্গির জায়গা থেকে হিজড়া, দলিত, আদিবাসী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান পিছিয়ে পড়ার কারণসহ নানান অসঙ্গতি তুলে ধরেন। একই সাথে সেইসব জনগোষ্ঠির মানুষের প্রতি সমাজের অন্য জনসাধারনের দৃষ্টিভঙ্গিও বিশ্লেষন করেন। সকলের আলোচনায় উঠে আসে, একজন হিজড়া কীভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারনে তার মনোজগতের বিরূপ প্রভাব পড়ে এবং তা কখনো কখনো তার আচরণের মধ্যেও প্রকাশ পায়। দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ব্যাপারে কেউ কেউ পরিবার থেকেই এই জনগোষ্ঠীর মানুষের ওপর একটি ধণাত্মক ধারনা তৈরির দিকে বিশেষ গুরুত্বারোপ করেন। সরকারি প্রকল্পের আওতায় তাদের নিয়ে এসে শিক্ষার হার বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির দিকে বিশেষ গুরুত্বারোপ করেন, যাতে করে কখনো কখনো হিজড়া জনগোষ্ঠীর দ্বারা যে অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হতে হয় তা নিরসন হতে পারে।
উল্লেখ্য, নবপ্রভাত ফাউন্ডেশন, এসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (এএসডিবি) ও মিডিয়া পার্টনার সকালের কাগজ যৌথভাবে অল টুগেদার নাউ প্রকল্পটি রংপুর-কুড়িগ্রাম অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নভেম্বর’২০২৪ থেকে বাস্তবায়ন করে আসছে।