• শনি. মে ১০, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

শাহজাদপুরে নদীতে ডুব দিয়ে যুবক নিখোঁজ

ফেব্রু ৫, ২০২৫

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের সামনে ও রাউতারা স্লুইচ গেট এলাকার বড়াল নদীতে আব্দুল মজিদ (৩৮) নামের এক যুবক নিখোজ হয়েছেন। মৎস্যজীবি আব্দুল মজিদ একই ইউনিয়নের নুকালী গ্রামের মৃত হানিফ আলীর ছেলে। দু‘দিন আগে ডুবে যাওয়া ইটভাটার মাটিবাহী নৌকা উদ্ধারে ৫ হাজার টাকা চুক্তিতে বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আব্দুল আলীম জানান, গত দুইদিন আগে ইটভাটার মাটিবাহী একটি নৌকা এখানে ডুবে যায়। স্থানীয় এক ডুবুরি ওই নৌকা উদ্ধারে ৫০ হাজার টাকা দাবী করে। এতে নৌকার মালিক রাজি না হলে মৎস্যজীবি আব্দুল মজিদ ৫ হাজার টাকা চুক্তিতে ডুবে যাওয়া নৌকা উদ্ধারে এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ওই নৌকার সাথে রশি বাধার জন্য নদীতে প্রথম ও দ্বিতীয় ডুব দিয়ে দু‘টি রশি বাঁধে। তৃতীয় ডুব দিয়ে তৃতীয় রশি বাঁধার জন্য নদীতে ডুব দিয়ে আর উঠে আসেনি। দীর্ঘ সময় সে আর উঠে না আসায় উপরে থাকা লোকজন খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসের একটি টিম স্প্রীটবোট নিয়ে ঘটনাস্থলে পৌছে হুকের সাহায্যে খোঁজাখুঁজি করে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।

এ বিষয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার শাহদৎ হোসেন জানান, খবর পেয়ে আমরা স্প্রীটবোট নিয়ে ঘটনাস্থলে পৌছে হুকের সাহায্যে খোঁজাখুঁজি করেও পাইনি। ফলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা রাজশাহী থেকে সড়কপথে রওনা দিয়েছে। ঘটনাস্থলে পৌছেই তারা কাজ শুরু করবে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাজশাহী থেকে ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু হবে। এদিকে নদীপাড়ে স্বজনদের কান্না ও আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে।