নিজস্ব প্রতিবেদক:
নবপ্রভাত ফাউন্ডেশন এর বাস্তবায়নাধীন অল টুগেদার নাউ প্রকল্পের অ্যালাই সাপোর্ট গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইন্টিন এর সহযোগিতায় প্রকল্পের সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান গ্রুপ (অ্যালাই সাপোর্ট গ্রুপ) নিয়ে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে নবপ্রভাত ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত অল টুগেদার নাউ প্রকল্পের অ্যালাই সাপোর্ট গ্রুপের সভায় সরকারি-বেসরকারি অফিস প্রধান, ব্যবসায়ী, সমাজকর্মী, সংগঠক, আইনজীবী, শিক্ষক, আদিবাসী ও বেদে সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষার্থী, যুব সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অল টুগেদার নাউ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ রানার সঞ্চালনায় নবপ্রভাত ফাউন্ডেশনের সভাপতি ইয়াছিন আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রকল্পের মিডিয়া পার্টনার সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান খন্দকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল মতিন, রংপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহাম্মদ কায়সার আলী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো; আখতারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রংপুর মহানগর কমিটির সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, ন্যায় অধিকার ট্রান্স জেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ার ইসলাম রানী, প্রকল্প সমন্বয়কারী কে.এম.রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ অবস্থান ভেদে বিভিন্ন লিঙ্গ, বর্ণ ও ধর্মের হলেও পুরো মানব সম্প্রদায় প্রকৃতির সৃষ্টি। কিন্তু তাদের মধ্যে ভেদাভেদ করে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে। এমনকি মানুষ হিসেবে বসবাসের জন্য বাসস্থান, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অধিকার ও সুবিধা বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই হিজড়া, দলীত সম্প্রদায়সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নাগরিক অধিকার প্রতিষ্ঠাসহ জীবন মান উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। নিজের পরিবারের মানুষকে এ বিষয়ে অবহিত করে তাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তনের কাজ শুরু করতে হবে। এ জন্য তারা সম্মিলিতভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, নবপ্রভাত ফাউন্ডেশন, এসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (এএসডিবি) ও মিডিয়া পার্টনার সকালের কাগজ যৌথভাবে অল টুগেদার নাউ প্রকল্পটি রংপুর-কুড়িগ্রাম অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নভেম্বর’২০২৪ থেকে বাস্তবায়ন করে আসছে।
নবপ্রভাত ফাউন্ডেশনের অ্যালাই সাপোর্ট গ্রুপের সভা অনুষ্ঠিত
