• শুক্র. মে ৯, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে পড়শী’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

এপ্রি ৯, ২০২৪

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আড়াই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংরির বাজার এলাকায় সমাজ কল্যান সংস্থা পড়শীর আয়োজনে এসব সমাগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেট-ফাংশন ঢাকার এম.ডি. আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন পড়শীর সভাপতি সাফায়েত হোসেন মওলা, পড়শীর উপদেষ্টা লক্ষীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারি প্রধান শিক্ষক আলতাব হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মমিন, কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজ প্রমুখ।
উল্লেখ্য, ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে লাচ্ছা সেমাই ১ প্যাকেট, চিনি ১ কেজি, কিসমিস, বাদাম ও ১ প্যাকেট গুড়াদুধ দেয়া হয়।