• মে ৯, ২০২৪ ৩:১৩ পূর্বাহ্ণ

রাজারহাটে ২ টি ইটভাটা থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায়

ফেব্রু ২৮, ২০২৩

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট:
কুড়িগ্রামের রাজারহাটে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ২ টি ইটভাটার ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
জানা গেছে, কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার (২৭ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবস্থিত ২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মেসার্স ডি.কে ব্রিকস নামক ইটভাটাকে ৫লাখ এবং মেসার্স এ.ডি ব্রিকস নামক ইটভাটা হতে ১লাখ টাকা জরিমানা আদায় করেন। রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এবং রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের নেতৃত্ব রাজারহাট থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহযোগীতায় রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারকসহ ভ্রাম্যমান অভিযান পরিচালনায় করেন। কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর জানান, পরিবেশ ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।