• শনি. মে ১০, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

রাজধানীতে ‘মাদকবিরোধী’ অভিযানে গ্রেফতার ৫৩

সেপ্টে ১৪, ২০২০
প্রতিকী ছবি

রাজধানীতে ‘মাদকবিরোধী’ অভিযানে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ দিন বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে এক হাজার ৩১ পিস ইয়াবার বড়ি, ৩৪ গ্রাম হেরোইন, তিন কেজি গাঁজা ও ছয়শ ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।