• মঙ্গল. মে ১৩, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

রাজারহাটে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

অক্টো ২৫, ২০২২

রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার(২৪অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দামারি গ্রামে।
এলাকাবাসীরা জানান, ওই গ্রামের বাদশা মিয়ার পুত্র সোহেল রানা(২৫) গত সোমবার (২৪অক্টোবর) সন্ধ্যায় একা প্রমকৃতির ডাকে সাড়া দিলে বাড়ীর পাশে পুকুর পারে যায়। সেখানে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে রান্না ঘরের পিছনে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। লোকজনের সহযোগীতায় বাড়ির লোকজন পুকুর থেকে সোহেল রানার লাশ উদ্ধার করে। সোহেল রানা দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভূগছিল। এলাকাবাসীন সন্দেহ প্রসাব করতে ঘর থেকে বের হলে তিনি মানষিক রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে যায়। মঙ্গলবার(২৫অক্টোবর) সকালে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক নিশ্চিত করেছেন।