চিলমারী প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামীলীগ, চিলমারী প্রেস ক্লাব ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাকির হোসেন (এমপি)। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মোঃ ফজলুল হক মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান প্রমুখ। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্তরের একটি ভবনে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী’র শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। পরে দিবসটি উপলক্ষে পল্লী সঞ্চয় ব্যাংক চিলমারী শাখার আয়োজনে ব্যাংকের সামনে বৃক্ষ রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিদসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল এবং দুপুরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
চিলমারীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
