চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনলাইন সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধা যাচাইয়ের মাধ্যমে ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এসময় ফোরামের সভাপতি মোঃ মমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন প্রমুখ। বক্তব্য রাখেন যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, প্রেস ক্লাস চিলমারী সাধারন সম্পাদক মামুন অর রশিদ, প্রধান শিক্ষক আশিক ইকবাল, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাওরাত হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ শুভ, সারা হাসপাতালের পরিচালক সাবেদ আলী মন্ডল প্রমূখ।
চিলমারীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
