• মঙ্গল. মে ১৩, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের মানববন্ধন

জুলা ২০, ২০২২

স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর পৈশাচিক হামলা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা জাতীয় হিন্দু মহাজোট মানববন্ধন করেছে। বুধবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন যুব মহাজোটের সভাপতি সিবু রায়, সাধারণ সম্পাদক নিলয়, ছাত্র মহাজোটের সেক্রেটারী সূর্য রায়, সিনিয়র সহসভাপতি অর্জুন প্রমুখ।
বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বারবার পৈশাচিক কায়দায় হামলা করা হলেও আইন শৃংখলা বাহিনী ও সরকার কার্যকর ভূমিকা পালন করছে না। এ সকল অন্যায়ের কোন বিচার পাওয়া যায় না। আমরা এই মানববন্ধন ও প্রতিবাদেও মাধ্যমে সকল অন্যায়ের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার ও আমাদের নিরাপত্তার দাবী জানাচ্ছি।