• শুক্র. মে ৯, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে শিখন কেন্দ্রের উদ্বোধন ও বই বিতরণ

জুলা ৩, ২০২২

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন ও বই বিতরণ। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি-৪ এর অধিনে উপজেলার থানাহাটের ছোট কুষ্টিরী এলাকায় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কুড়িগ্রামের সহযোগিতায় রংপুর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় ৭০টি কেন্দ্রের কার্যক্রম চলবে। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সালেহ সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আঃ ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সহ-অধ্যাপক জাহাঙ্গির আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ আঃ হালিম সরকার, প্রকল্পের ম্যানেজার রায়হানুল ইসলাম প্রমুখ। এই প্রকল্পের অধিনে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করা হবে।