• মে ৯, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ

টিকটকে ডুবে আছে তরুণরা, কেন?

জুন ২৯, ২০২২

নামিদামি সংবাদমাধ্যম পড়া বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুঁকছে তরুণ প্রজন্ম। সচেতনভাবেই তারা সংবাদ ও সংবাদমাধ্যম এড়িয়ে যাচ্ছে। রয়টার্স ইনস্টিটিউটের মতে, তরুণরা এখন টিকটকের মতো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে ঝুঁকছেন এবং সেখানে যে খবর পান তাই দেখছেন। চলতি মাসে প্রকাশিত রয়টার্স ইনস্টিটিউটের বার্ষিক ডিজিটাল নিউজ রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ খবর এড়িয়ে যাওয়া মানুষের সংখ্যা এখন বাড়ছে। সংবাদের প্রতি মানুষের আস্থাও কমে যাচ্ছে। জরিপটি পরিচালনা করে রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজম। জরিপে অংশ নেয়া বেশিরভাগ মানুষই খবর পড়েন। তাদের মধ্যে ৩৭ শতাংশ বলেছেন যে, তারা প্রায়ই খবর এড়িয়ে যান। ২০১৬ সালে খবর এড়িয়ে যাওয়া মানুষের সংখ্যা ছিল ২৯ শতাংশ। সংবাদের প্রতি মানুষের আস্থা এখন কম কমছে। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মানুষদের সংবাদের প্রতি আস্থা সবচেয়ে কম। জরিপে অংশ নেয়া মাত্র ৪২ শতাংশ মানুষ অধিকাংশ সময়ে খবরে আস্থা রাখেন। বিশেষ করে ৩৫ বছরের কম বয়সী প্রায় ৩৬ শতাংশই বলেছেন, সংবাদ তাদের মনের ওপর চাপ সৃষ্টি করে। মানসিকভাবে তারা দুর্বল অনুভব করেন। জরিপে দেখা যায়, কোভিড-১৯ মহামারি, ইউক্রেনে রাশিয়ার অভিযান বা জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া বিষয়ক খবর বেশিরভাগ মানুষই এখন আর জানতে চায় না। এসব খবর এড়িয়ে যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছেই।প্রতিবেদনে রয়টার্স ইনস্টিটিউটের পরিচালক রাসমুস ক্লেইস নিয়েলসেন লেখেন, বেশিরভাগ মানুষ সংবাদমাধ্যমকে অযৌক্তিক রাজনৈতিক প্রভাব খাটানোর বিষয় বলে মনে করে। ৪৭টি দিক নিয়ে ৯৩ হাজার ৪৩২ জন জরিপটিতে অংশ নেন। তাতে দেখা গেছে, খ্যাতনামা মিডিয়ার সঙ্গে তরুণদের সম্পর্ক দুর্বল হচ্ছে। বরং তারা টিকটকের মতো প্ল্যাটফর্মে গিয়ে খবর সার্চ খরচে। প্রতি সপ্তাহে ১৮-২৪ বছর বয়সী পাঠকদের ৭৮ শতাংশই বিভিন্ন সংবাদমাধ্যমের খবর জড়ো করে প্রকাশ করা ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ পড়ে থাকেন। সপ্তাহে ১৮ থেকে ২৪ বছর বয়সী পাঠকদের মধ্যে ৬ শতাংশ বিভিন্ন মিডিয়া আউটলেট, ওয়েবসাইট বা প্রোগ্রাম, সার্চ ইঞ্জিন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পড়েন। এই বয়সের ৪০ শতাংশই প্রতি সপ্তাহে টিকটক ব্যবহার করেন। তাদের ১৫ শতাংশ বলেছেন, সংবাদ খুঁজে পেতে, আলোচনা করতে এবং শেয়ার করতে তারা টিকটক ব্যবহার করেন। এ ছাড়া টাকা খরচ করে অনলাইনে খবর পড়ার সংখ্যা আগের মতো বাড়ছে না। ডিজিটাল গ্রাহকদের সিংহভাগই কয়েকটি জাতীয় খ্যাতিমান কোম্পানির দিকেই ধাপিত হবে। যে ২০টি দেশে অর্থ খরচ করে সংবাদ পড়ার ব্যাপক প্রচলন আছে, জরিপে অংশ নেওয়া তাদের ১৮ শতাংশ জানিয়েছেন, তারা অনলাইনে সংবাদ পড়তে অর্থ খরচ করেন। আগের বছরও এই সংখ্যাটা একই ছিল।