• এপ্রিল ২০, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ

স্বপ্নের নীড় পেতে যাচ্ছেন চিলমারীর ১১০ ভূমিহীন পরিবার

এপ্রি ২৫, ২০২২ #গৃহহীন, #পরিবার, #ভূমিহীন

চিলমারী ( কুড়িগ্রাম)  প্রতিনিধিঃ

স্বপ্ন আর আশা থাকলেও ছিলনা সামর্থ। কখনো বাঁধে কখনো অন্যের জায়গায় বসবাস ছিল ওদের। ভূমিহীন গৃহহীন এই মানুষ জনের কষ্ট দুর করাসহ স্বপ্ন পুরন করতে এগিয়ে এসেছেন সরকার। বর্তমান সরকারের সহযোগিতার হাজার হাজার মানুষ পেয়েছেন সুখের ঠিকানা এবং স্বপ্নের নীড়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চিলমারীর ১১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে সুখের ঠিকানা জমিসহ স্বপ্নের নীড়।জানা গেছে, মঙ্গলবার সকালে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সেং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিলমারী উপজেলা হলরুমে আয়োজিত প্রান্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত চিঠি সুত্রে জানা গেছে। মঙ্গলবার কুড়িগ্রামের চিলমারীতে  ১১০ পরিবারকে জমিসহ তাদের স্বপ্নের নীড় হস্তান্তর করা হবে।  এরআগে ৪২০ পরিবারকে  জমিসহ ঘর প্রদান করা হয়। কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, চিলমারী উপজেলা একটি ভাঙ্গন কবলিত এলাকা। ডানতীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হওয়ার সাথে পাল্টে যাচ্ছে এলাকার চিত্র।  সেই সাথে এই অঞ্চলের  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারী ভাবে গৃহসহ জমি এবং আশ্রয়ণের ব্যবস্থা করায় পরিবার গুলোর মাঝে হাসি ফুটে উঠেছে এবং তারা দেখছে সুখের স্বপ্ন। সুবিধাভোগী বেশকিছু পরিবারের সাথে কথা হলে তারা জানান, স্বপ্নেও ভাবিনি কখনো পাকা ঘর হবে আমাদের সেটিও আবার জমিসহ। আমাদের স্বপ্ন আমাদের আশা আজ পুরন করলো শেখের বেটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সুখি।