• মঙ্গল. মে ১৩, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

২৬সে মার্চে গুগলের ডুডল

মার্চ ২৬, ২০২২

আজ শনিবার (২৬ মার্চ) বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজ দখল করেছে বিশেষ ডুডল। ছবিতে গুগলের নামের মাঝে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকেই এই ডুডলটি চালু করে গুগল। 

আজ সারাদিন এ সার্চ ইঞ্জিনে ঢুকলেই চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দন এই ডুডল। এতে কার্সর ধরলে বা ট্যাপ করলে উঠছে ‘Bangladesh independence day 2022’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।

প্রসঙ্গত, বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে গুগল নিয়মিত ডুডল প্রকাশ করে থাকে।