• শনি. মে ১০, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

সাংবাদিক হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ফেব্রু ২৩, ২০২১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নোয়াখালির কোম্পানিগঞ্জের দৈনিক সমাচার ও বার্তা বাজার ডট কমের সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংবাদ কর্মীরা অংশ নেয়।
বক্তরা বলেন, সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টন্তমুলক শাস্তির দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সোহেল রানা, দৈনিক কুড়িগ্রাম সম্পাদক এস এম ছানালাল বকসী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির নোয়াখালির চাপরাশির হাট বাজারে আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি তিনি মৃত্যু বরণ করেন।