• এপ্রিল ২৭, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

নাগেশ্বরীর কচাকটায় সিসি ক্যামেরা উদ্বোধন

জানু ২, ২০২১

নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যতন্ত অঞ্চল কেদার ইউনিয়নের কচাকাটা বাজার এবং সবদের মোড় এলাকায় সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। ২ জানুয়ারি শনিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এসব সিসি ক্যামেরা উদে¦াধন করেন। পরে কচাকাটা বাজারে কেদার ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়াম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সিনিয়ার সহকারী পুলিশ সুপার শওকত আলী, কচাকাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কচাকাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল সরকার, কেদার ইউনিয়র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, কেদার ছাত্রলীগের সভাপতি শাহীন আলম, কচাকাটা বণিক সমিতির সভাপতি ডা. মাহমুদ হোসাইন বাবুল প্রমূখ।
কেদার ইউনিয়ন পরিষদের অর্থায়নে ১৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এই সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে এলাকায় অপরাধ প্রবণতা রোধ হবে এমনটা প্রত্যাশা করেন বক্তারা।