• শুক্র. মে ৯, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ডিসে ৩১, ২০২০

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৩১শে ডিসেম্বর সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো: আব্দুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ।
পুলিশ সুপার ঠাকুরগাঁওয়ের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।  এবং তিনি সাংবাদিকদের যে কোনো সহযোগীতার আশ্বাস দেন।এ সময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক  ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।