• এপ্রিল ২০, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ

কৃত্রিম ভাল্ব প্রতিস্থাপনে অর্থ সহায়তা চান হতদরিদ্র রোকেয়া

ডিসে ১৯, ২০২০

স্টাফ রিপোর্টার:
হার্টের একটি ভাল্ব সম্পূর্ণ অকেজো হওয়ায় জীবনের ঝুঁকিতে পড়েছেন উলিপুরের রোকেয়া বেগম। বাঁচার জন্য কৃত্রিম ভাল্ব প্রতিস্থাপনে সমাজে বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন এই হতদরিদ্র নারী।
উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর গ্রামের দিনমজুর মানিক মিয়ার স্ত্রী রোকেয়া খাতুন (৪২ )। রোকেয়ার একটি ভাল্প অকেজো ও বাকীগুলো নিস্ক্রীয় হবার উপক্রম। গত দুই বছর থেকে চিকিৎসা করতে গিয়ে অনেক ধার দেনা হয়েছে এই পরিবারটির। কুড়িগ্রাম ও রংপুরের হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ মতে দ্রুত রোকেয়ার কৃত্রিম ভাল্ব প্রতিস্থাপন করতে হবে। অন্যথায় তাকে বাঁচানো সম্ভব হবেনা। কিন্তু বাড়িভিটার ৬ শতক জমি ছাড়া কোন সহায় সম্বল নেই। সহায় সম্বলহীন রোকেয়ার স্বামীর পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছেনা। এ অবস্থায় ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এই হত দরিদ্র নারী।
রোকেয়া তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তা প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর-০১৭৮০৪০৮৬৯৩।