• মে ৪, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম

ডিসে ১৩, ২০২০

টানা চার দিনের ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের জনজীবন। গুড়িগুড়ি বৃষ্টির মত ঝড়ছে শীত। ঘন কুয়াশার কারণে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে। শীত আর কুয়াশায় চরাঞ্চলবাসীসহ নিম্ন আয়ের শ্রমজীবি মানুষজন পড়েছে দুর্ভোগে। সকাল সকাল কাজে যেতে পারছেন না তারা। ঠান্ডা বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ-শিশুদের শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শীতবস্ত্রের অভাবে দূর্ভোগ পোহাচ্ছে জেলার ছিন্নমূল এবং অতি দরিদ্ররা।
রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, রবিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে তাপমাত্রা আরো কমে যাবে বলে তিনি জানান।