• ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে দুই স্ত্রীকে নিয়ে অশান্তি: যুবকের আত্মহত্যা

ফেব্রু ১, ২০২৫
প্রতিকী ছবি

চিলমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ফকিরেরকুঠি এলাকায় বাঁশ ঝাড়ের ভিতরে সোনালুগাছের ডালে গলায় মাফলার পেচিয়ে আত্মহত্যা করেছে মাসুম(৩৬) নামের এক যুবক।

ঘটনাটি, পহেলা ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার ফকিরের কুটি এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম মিয়া ওই এলাকার সাদেক আলীর ছেলে। যুবক মাসুম মিয়া বসতবাড়ির পাশে বাঁশের ঝাড়ের ভিতরে সোনালুর গাছে ডালে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

স্থানীয়রা বলছেন, মাসুম মিয়া তার দুইটি বউ এক বউ ঢাকায় থাকে আর এক বউ গ্রামে থাকে। তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক ক্লোহ চলে আসতেছে। এরই জের ধরে গতকাল সে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর রাতে বাড়ির পাশের এক বাঁশ ঝাড়ে গাছের ডালে মাফলার এবং লুঙ্গি একসাথে পেঁচিয়ে ঝুলতে দেখা যায়।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ  নাজমুস সাকিব সজীব জানান, পারিবারিক ঘটনার জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির মামা বাদী হয়ে থানায় ইউডি মামলা করবে। এরপেক্ষিতে আত্মহত্যা ঘটনার সত্যতা  পাওয়া গেলে আমরা লাশটি দাফনের জন্য হস্তান্তর করবো।