• মে ৩, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

ফেনীতে অভিনব কায়দায় বাচ্চা চুরি: নারীসহ উদ্ধার শিশু

সেপ্টে ২২, ২০২০

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের একটি বাসা থেকে অপহরনের ১৮ ঘন্টা পর তিনমাসের শিশু মো. জুনাঈদ হোসেনকে সোনাগাজী থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরনকারী রোকসানা আক্তার (২১) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।সোমবার রাতে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল ইসলাম। পুলিশ ও ভুক্তভোগী পারিবার জানায়, গত ক’মাস আগে ছাগলনাইয়া পৌর শহরের কলেজ রোডস্থ কুয়েত প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী জাহেদা আক্তারের সাথে মুঠোফোনে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের শাহজাহানের স্ত্রী রোকসানা আক্তারের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। গত শনিবার রোকসানা আক্তার প্রবাসী নিজামের বাসায় বেড়াতে গিয়ে রবিবার সকাল ৯ টায় ছবি তোলার কথা বলে জাহেদার কাছ থেকে তার ৩ মাস বয়সী শিশু সন্তান মো. জুনাঈদকে বাড়ীর ছাদে নিচ্ছে বলে বাসা থেকে পালিয়ে যায়। এরপর শিশু ও অপহরণকারী রোকসানার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনায় দিনই ছাগলনাইয়া থানায় ভুক্তভোগী জাহেদা আক্তার একটি অপহরণ মামলা করেন। পরে ছাগলনাইয়া ও সোনাগাজী থানা সহ জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযানে মাঠে নামে।এসময় তারা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরকারী রোকসানার মুঠোফোনের কল লিষ্ট বের করে আসামি রোকসানাকে সোনাগাজী উপজেলার চরখোয়াজ এলাকার তার প্রেমিক মো. জীবনের বাড়িতে অভিযান চালিয়ে শিশু মো জুনাঈদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত রোকসানা আক্তার বিথিকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া শিশু ও গ্রেফতার অপহরকারী রোকসানাকে আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর রবিউল হক,ছাগলনাইয়া থানা সার্কেল নিশান চাকমা,গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান, ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন সহ পুলিশ কর্মকর্তারা।