• মে ১, ২০২৪ ৫:৪২ পূর্বাহ্ণ

গোদাড়ার সুইসগেটটি নির্মাণকাজ সম্পন্ন হলে সম্ভাবনা মিলবে চিংড়ি চাষের

সেপ্টে ১৫, ২০২০

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ডোঙ্গার খালের বৃহৎ সুইচগেটটি নতুন করে নির্মিত হতে যাচ্ছে। এতে করে মৎস্য চাষের উপর একটা সুফল আসবে বলে ধারণা করছেন স্থানীয় মৎস্য চাষীরা। বিগত সময় এখানের পুরাতন সুইস গেটের দরজা গুলো নষ্ঠ হয়ে যাওয়ায় জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতো আশপাশের বিভিন্ন মৎস্য ঘের এবং ফসলি জমি। এখন এই নতুন সুইচগেটটির নির্মাণকাজ সম্পন্ন হলে সহজে পানি নিষ্কাশনের কারণে উপকৃত হবে এখানকার চিংড়ি মৎস্য চাষিরা। এবং অত্র এলাকার চিংড়ি মাছ ইউরোপ ও যুক্তরাজ্যসহ বিদেশের বাজারে রপ্তানি করে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপির উদ্যোগে এই নতুন সুইস গেটটি বাস্তবায়নে রূপ নিতে যাচ্ছে। উক্ত কাজের ঠিকাদার প্রতিনিধি রাকিবুল ইসলাম জুয়েল জানান, ১৯কোটি ৮৭ লাখ টাকায় ১২ভেন্টে নির্মিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় গোদারা রেগুরেটরেরটি আগামী ২০২১ সালের ৩০শে এপ্রিলের মধ্যেই সমাপ্ত হবে। নির্মাণের পর এই সুইচগেটের আশপাশ প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্য মন্ডিত করলে হতে পারে ছোটখাটো কোন দর্শনীয় স্থান। এমনটাই মনে করছেন ভ্রমণ প্রেয়সিরা।