• মে ২০, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ

নড়াইলে ‘জমির বিরোধে ভাতিজার অস্ত্রের আঘাতে’ চাচা নিহত

সেপ্টে ১৩, ২০২০

নড়াইলের কালিয়া উপজেলায় জমির বিরোধে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুল জলিল মুন্সী (৫২) উপজেলার উত্তর ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

শনিবার রাতে তিনি নিহত হন বলে উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান।

খবর সমগ্র বাংলাদেশhttps://www.facebook.com/v6.0/plugins/save.php?app_id=1773848812835088&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df290e05adaa264%26domain%3Dbangla.bdnews24.com%26origin%3Dhttps%253A%252F%252Fbangla.bdnews24.com%252Ff2bb690a5e59ae8%26relation%3Dparent.parent&container_width=0&locale=en_US&sdk=joey&size=large&uri=https%3A%2F%2Fbangla.bdnews24.com%2Fsamagrabangladesh%2Farticle1800729.bdnews

নড়াইলে ‘জমির বিরোধে ভাতিজার অস্ত্রের আঘাতে’ চাচা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় জমির বিরোধে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুল জলিল মুন্সী (৫২) উপজেলার উত্তর ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

শনিবার রাতে তিনি নিহত হন বলে উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান।

তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, বসতবাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আয়নাল মুন্সীর (৪২) সঙ্গে তার চাচা আব্দুল জলিলের বিরোধ রয়েছে।

“শনিবার রাত ৯টার দিকে এ নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে আয়নাল তার চাচার পাজরে ভেলা (সড়কি বিশেষ) ঢুকিয়ে দেন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, নিহত জলিলের বড় ভাইয়ের ছেলে আয়নাল। ঘটনার পর থেকে আয়নাল পলাতক। তাকে গ্রেফতার করা চেষ্টা চলছে।