• মে ২, ২০২৪ ৫:৩১ পূর্বাহ্ণ

চিলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

সেপ্টে ২১, ২০২০

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে থানা ও গ্রাম পুলিশের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় চিলমারী মডেল থানা চত্বরে আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত সিডা ও প্লান ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরী সহযোগিতায় বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস্ (বিবিএফজি) এর উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে থানা ও গ্রাম পুলিশের সাথে সমন্বয় সভা চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন বিবিএফজি প্রকল্পেরন উপজেলা সমন্বয়কারী ফারজানা ফৌজিয়া। সভায় চিলমারী মডেল থানা পুলিশ ও গ্রাম পুলিশগণ বাল্য বিয়ে বন্ধে ওয়াদাবদ্ধ হন।