• সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৬:৫৫ পূর্বাহ্ণ

ফুলবাড়ীতে জাতীয় পার্টির নেতাদের কুশপুত্তলিকা দাহ

সেপ্টে ৯, ২০২৩

ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বর্তমান আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয় পার্টির পদ বঞ্চিত নেতাকর্মিরা। গতকাল শনিবার দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী বাজারের তিন কোনা মোড় জিরো পয়েন্টে এসে সমবেত হন। এসময় নবগঠিত জেলা ও উপজেলা আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, আব্দুল জলিল মিয়া, কাশিপুর ইউনিয়নের নাজমুল হক, সিরাজুল ইসলাম, হারুন অর-রশীদ, সিরাজুল ইসলাম হিরু সহ ছয়টি ইউনিয়নের নেতারা। নেতারা আরো বলেন এই আহব্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে জাতীয় পার্টির নিবেদিত কর্মিদের কমিটিতে আনার জন্য দাবি জানান। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামের ছবি সম্বলিত ব্যান্যার-ফেস্টুন কুশপুত্তলিকা দাহ করেছেন।