• মে ৫, ২০২৪ ২:১৫ পূর্বাহ্ণ

রাস্তা পাকাকরণ কাজ দ্রুত সম্পন্নের দাবিতে বিক্ষোভ

মার্চ ১৪, ২০২১

চিলমারী প্রতিনিধি:
খোড়াখুড়ির প্রায় দেড় বছর কেটে গেলেও শুরু হয়নি রাস্তা পাকা করনের কাজ। দূর্ভোগ পর দুর্ভোগ মাথার নিয়ে হাজার হাজার মানুষ হয়ে পড়েছে অসহায়। অভিযোগ দায়েরের পর এবারে রাস্তা পাকা করনের দাবিতে এলাকাবাসী নেমেছে বিক্ষোভে।  রবিবার পাকা করনের দাবিতে উপজেলার প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের।জানা গেছে, কুড়িগ্রামের চিলমারীতে এলজিইডি’র অধিনে উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় থানাহাট এইচকিউ মোজাফফর খলিফার বাড়ী হতে কেসি রোড পর্যন্ত রাস্তা পাকাকরণের বরাদ্দ হয়। এরই পেক্ষিতে ঠিকাদান প্রতিষ্ঠান রাস্তার খোড়াখুড়ির কাজ শুরু করে কিন্তু খোড়াখুড়ির পর হঠাতেই বন্দ রাখা হয় রাস্তার কাজ। বন্দ রাখায় বন্যা, বৃষ্টিতে দুর্ভোগে পড়ে এলাকাবাসী। দুর্ভোগ মেনে নিয়ে অপেক্ষায় থাকে তারা কিন্তু বছর কেটে গেলেও শুরু করা হয়নি রাস্তা পাকা করনের কাজ। আবারো দুর্ভোগে পরে মানুষজন। ফলে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপরেও কাজ শুরু না হওয়ায় রবিবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম, আবু হোসাইন সিদ্দিক রানা, শামীম, স্বপন, রাফি প্রমুখ। এসময় এলাকাবাসী ৭২ ঘন্টার সময় দিয়ে বলেন, দ্রুত রাস্তার কাজ শুরু করা না হলে নির্বাহী অফিসার ও এলজিইডি অফিস ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হবে। এদিকে ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ থাকায় যানজটে পড়েন শতশত যানবাহন দুর্ভোগে পড়েন পথচারীরা। এব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন,  রাস্তার কাজ দ্রুত শুরু করার জন্য এলজিইডি কর্তৃপক্ষকে বলা হয়েছে, আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।