• এপ্রিল ২৬, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ

নাগেশ্বরীতে শিশু ও পরিবারকে সরকারি-বেসরকারি সেবায় সম্পৃক্তকরণ কর্মশালা

মার্চ ১৪, ২০২১

হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা, শিশু ও পরিবারকে সরকারি ও বেসরকারি সেবায় সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “বাল্যবিয়ে রুখতে হলে, আওয়াজ তোলো তালে তালে” এই প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের সহযোগিতায় রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নতারা ইয়াছমিন, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, যুব উন্নয়ন অফিসার মনজুর আলম, রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুম প্রমুখ। এছাড়াও ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।