• মে ৪, ২০২৪ ৯:০৩ পূর্বাহ্ণ

পঞ্চগড়ে পানিতে ডুবে গত ২ মাসে ১৭ জন শিশুর মৃত্যু

সেপ্টে ২০, ২০২০

গত দুই মাসে পঞ্চগড় জেলায় ১৭ জন শিশু-কিশোর পানিতে ডুবে মারা গেছে। এদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ৫ জন, আটোয়ারীতে ৩ জন, বোদায় ৪জন, তেঁতুলিয়ায় ৩ এবং দেবীগঞ্জ উপজেলায় ২জনের মৃত্যু হয়েছে। পঞ্চগড় সদর উপজেলায় গত ১১ আগস্ট ফজলে রাব্বি (৪), ৭ সেপ্টেম্বর ইলিয়াজ (৩), ৮ সেপ্টেম্বর লাবিব (৩), ১০ সেপ্টেম্বর ময়না (১০), ১৩ সেপ্টেম্বর ফয়সাল আহম্মেদ (২), তেঁতুলিয়া উপজেলায় গত ২১ জুলাই মিরাজ(৫), ৪ আগস্ট নয়ন (২) ও ৩০ আগস্ট আনসারী (২), আটোয়ারী উপজেলায় গত ৪ আগস্ট সাব্বির (১০), ৭ আগস্ট আরমান (৫), ২৫ আগস্ট রূপক চন্দ্র বর্মণ (১০), বোদা উপজেলায় গত ৬ আগস্ট জয়া(৬), ১৫ আগস্ট রেদওয়ান হোসেন (২), ৪ সেপ্টেম্বর হাবিব (৩), ৮ সেপ্টেম্বর ওমর ফারুক (২) ও দেবীগঞ্জ উপজেলায় ২১ জুলাই সঞ্জীত রায় (১২), ১৫ আগস্ট সৌরভ (১১) বছর বয়সী শিশু-কিশোরা মারা গেছেন। পরিবারের অসাবধানতায় এসব শিশু কিশোর মৃত্যু বরন করছেন বলে পঞ্চগড় জেলার অনেক অভিজ্ঞমহল ধারণা করছেন।