• মে ১৪, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

উদ্বোধন হলো পন্ডিত বইমেলার

মার্চ ১, ২০২৩

চিলমারী প্রতিনিধি:
চিলমারীতে শুরু হলো ৫দিন ব্যাপী পণ্ডিত বই মেলা। মেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আয়োজন। শুরু হওয়া পাঁচ দিনব্যাপী পঞ্চম পণ্ডিত বই মেলার উদ্বোধন করেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। পণ্ডিত বইমেলা উদযাপন পর্ষদের আয়োজনে চিলমারী এ. ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দিনব্যাপী এই বই মেলা চলবে।
বুধবার (১মার্চ) সকাল সাড়ে ১১ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সাংবাদিক সফি খান, চিলমারী উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ বারী সরকার, উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মতি শিউলী, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষনা সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, পণ্ডিত বইমেলা উদযাপন পর্ষদের আহবায়ক নাহিদ হাসান নলেজ প্রমুখ। পাঁচদিন ব্যাপী পণ্ডিত বইমেলায় বিভিন্ন প্রকাশনী, বেসরকারি উদ্যোগে তৈরি পাঠাগার ও বইমেলার সমাপনী দিনে পরিচালক খন্দকার সুমনের ‘সাঁতাও’ সিনেমা প্রদর্শন করা হবে।