• মে ৭, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে গাঁজা গাছ রোপন, ছেলে আটক

অক্টো ২৪, ২০২২ #কুড়িগ্রাম, #ফুলবাড়ী

ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে গাঁজা গাছ রোপন করে দীর্ঘ দিন ধরে ব্যবসা চালিয়ে আসার ঘটনায় গাঁজার গাছ উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। এ সময় বীর মুক্তিযোদ্ধার এক ছেলেকে আটক করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকায় থেকে ওই গাঁজার গাছ কর্তন করে নিয়ে আসেন পুলিশ।
জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা আলেফ উদ্দিনের বাড়ীর ভিতরে গাঁজা রোপন করে আসছিল। বাড়ীর মালিক বীর মুক্তিযোদ্ধা হওয়ায় অবৈধ গাঁজার চাষ করলেও ভয়ে কেউ মূখ খোলেনি। ফুলবাড়ী থানার পুলিশ গোপন সংবাদ পেয়ে ওই রাতে বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে প্রবেশ করেন তারা। বাড়ীর ভিতরে আঙ্গীনায় ১৮ ফুট লম্বা ৩টি গাঁজার গাছ দেখে কর্তন করা হয়। এ সময় বাড়ীর মালিকের ছেলে জাফর আলী (৩৭) কে আটক করেন। গাছ ৩টি থেকে প্রায় ১৫কেজি গাঁজা পাওয়া যাবে বলে পুলিশ ধারনা করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) সারওয়ার পাভেজ জানান, আটক বীর মুক্তিযোদ্ধার ছেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে পাঠানো করা হয়েছে।