• মে ৪, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ২ বছরেও হত্যা মামলার রহস্য উদঘাটন না হওয়ায় সংবাদ সম্মেলন

ডিসে ৫, ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধি:
 ঠাকুরগাঁওয়ে ২ বছরেও হত্যা মামলার রহস্য উদঘাটন না হওয়ায় সংবাদ সম্মেলন।সদর উপজেলার দেবীপুর ইউনিয়ানের মাদ্রাসা ছাত্র নূর ইসলামের হত্যার দুই বছর পেরিয়ে গলেও এখনো হত্যা মামলার কোনো রহস্য উদঘাটন হয়নি। ছেলে নূর ইসলামের হত্যা মামলার রহস্য উদঘাটন না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে নূর ইসলামের বাবা জসিম উদ্দিন।
শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের অনিসু হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে নূর ইসলামের বাবা জসিম উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন নূর ইসলামের মামাতো ভাই আবু সালেহ মোহাম্মদ নাসিম। এ সময় নূর ইসলামের বাবাসহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। 
তিনি বলেন, ২০১৮ সালের ২৩ নভেম্বর নূর ইসলামের মরদেহ হলুদ ক্ষেতে পাওয়া যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা করি এবং মামলার তদন্ত কর্মকর্তা চিত্তরঞ্জন বাবুকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করা সত্ত্বেও তিনি মামলার চার্জশিট দিতে গড়িমসি করেন এবং মামলা পিবিআইতে নেয়ার পরামর্শ প্রদান করেন। তার পরামর্শে মামলা পিবিআইতে স্থানান্তর করা হয়। বর্তমানে এক বছর যাবৎ মামলাটি পিবিআইতে তদন্তাধীন। আমরা লিখিত ও অলিখিত অনেক তথ্য ও উপাত্ত দিয়ে পিবিআইকে সহযোগিতা করলেও ওনারা উল্টো বাদীপক্ষকে ক্লু বের করার চাপ প্রয়োগ করেন।
তিনি আরো বলেন, দুই বছর পরেও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সুষ্ঠ, নিরপেক্ষ ও প্রযুক্তি নির্ভর তদন্তের মাধ্যমে দ্রুত অভিযোগপত্র দায়েরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার সুদৃষ্টি কামনা করছি।
উক্ত সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।