• মে ২, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ

কুড়িগ্রামে শীতের প্রভাব পরতে শুরু করেছে

নভে ৮, ২০২০

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে শীতের প্রভাব পরতে শুরু করেছে। কুয়াশা না পড়লেও হিম বাতাসের কারণে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। রাত-দিনের তাপমাত্রা উঠানামা করায় দেখা দিয়েছে সর্দি, কাশি, জ¦রসহ শীত জনিত রোগের প্রকোপ। এতে করে বৃদ্ধ আর শিশুরা বেশি ভোগান্তিতে পরছে। নদ-নদীবেষ্টিত এলাকায় শীতের প্রকোপ দেখা দিয়েছে বেশি।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, রবিবার (৮ নভেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সপ্তাহে শীতের প্রকোপ বাড়ার কথাও জানান আবহাওয়া অধিদপ্তর।