• মে ৩, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যু

সেপ্টে ১৫, ২০২০

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধুর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পশ্চিমে।
জানা গেছে, গতকাল ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার অমরপুর ইউনিয়নের মরহুম ময়েনউদ্দিনের পুত্র শামীম হোসেন (৪৮) তার স্ত্রী সালেহা আক্তার শাপলা (৩৮) সহ পুত্র রায়হান হোসেন (৬) কে নিয়ে মোটর সাইকেল যোগে দিনাজপুর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টরের সামনে মোটর সাইকেলটি পিছলে গেলে স্ত্রী রাস্তার উপর পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বামী ও সন্তান অক্ষত রয়েছেন। পুলিশ ঘাতব ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, পরিবারের আবেদনের পেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।