• মে ২, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

অক্টো ৪, ২০২২

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭.০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (০৪ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও চৌরাস্তা নিউ মার্কেট ইরানি স্টোরকে ৩,০০০টাকা, নিউ মার্কেট আমন্ত্রণ হোটেল কে ২,০০০ হাজার টাকা, এবং রোড বাজার মেসার্স ফারুক স্টোর কে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
ওই দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।