• মে ২, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

রাজারহাটে গবাদিপশু ও হাঁস-মুরগীর টিকা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

মার্চ ২৪, ২০২২

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার(২৪মার্চ) গবাদিপশু ও হাঁস-মুরগীর টিকা প্রদানকারীদের (ভ্যাকসিনেটর) ৩দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৎস ও প্রাণিসম্পদ উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটি বাস্তবায়ন ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর(জাইকা) সহযোগীতায় উপজেলা অফিসার্স ক্লাবে ২২মার্চ-২৪মার্চ পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ পবিত্র কুমার ও উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর(ইউডিএফ) অমিতাভ বর্ম্মণ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৫জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।