• মে ২, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ

রাণীশংকৈলে পাঁচ জুয়াড়ি আটক

সেপ্টে ২৪, ২০২০

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন এলাকায় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
গত বুধবার বিকালে উপজেলার নেকমরদ- করনাইট (কুমারগঞ্জ) গ্রামের ফজু কসাই’র মুরগির পরিত্যক্ত ফার্ম থেকে ৫ জন জুয়াড়িকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয় এবং ৪ জন পলাতক অবস্থায় রয়েছে তাদেরকে ধরার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। এসময় জুয়ার আসর থেকে নগদ অর্থ, ২ প্যাকেট তাস ও ৮ টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ভোলাপাড়া গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৫), করনাইট (ছেলিয়াপাথার ) গ্রামের খোদা বকসের ছেলে রফিকুল ইসলাম (২৯), একই গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে তছলিম উদ্দীন (৪৫), হাকিমউদ্দিনের ছেলে জামাল উদ্দীন (২৩) ও বাঁশনাহান গ্রামের মৃত ফরজন আলীর ছেলে শাহজামাল ওরফে সাদ (৪৯)।
আটককৃত ব্যক্তিদের নামে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে জুয়া আইন ১৮৬৭ ধারায় থানায় মামলা রুজু করা হয়। যার মামলা নং-১৬,তাং ২৩-৯-২০২০ ইং। ।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার সকালে আসামীদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।