ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগরের গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর )দুপুরে হরিপুর উপজেলা কামারপুকুর এবং চৌরঙ্গী বাজারে সাধারণ মানুষের সাথে মত বিনিময় এবং আলোচনা সভা করেন।
ঠাকুরগাঁও-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী মৎস্যজীবীলীগের উপদেষ্টা, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা সাথে সাথে সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।
আওয়ামীলীগের এই নেতা তিনি শাসক দলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসলেও দলীয় কোন বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করেননি। তিনি আওয়ামী লীগের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন । বুকে আগলে রেখেছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে।
এ বিষয়ে শামীম ফেরদৌস টগর বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কাকে নির্বাচিত করার জন্য সাধারণ জনগণের সাথে মত বিনিময় ও সৌজন্য সাক্ষাত করছি এবং সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থী, তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সমুদ্র বিজয়, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলি, ট্যানেল সারাদেশে মডেল মসজিদ ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়সহ সরকারের অভাবনীয় উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন।
তিনি ধারাবাহিকভাবে বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেল বিভিন্ন ইউনিয়ন হাট-বাজার গ্রামে-গঞ্জে গণসংযোগ পথসভা লিফলেট বিতরণ ও মত বিনিময় সভা করে চলেছেন।
পরে হরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে আলোচনা ও মতবিনিময় করেন।
স্থানীয় এলাকা বাসি মনে করছেন ঠাকুরগাঁও -২আসনে অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় মনোনয়নের যোগ্য প্রার্থী।
যে কারণে আমরা আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের কাছে দাবি করছি ঠাকুরগাঁও- ২ আসনে শামীম ফেরদৌস টগরকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।
